রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ক্রীড়া

আনিছুর রহমানের মৃত্যুতে তানভীর আহমেদ টিটুর শোক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী আনিছুর রহমানের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক তানভীর আহমেদ টিটু।

তানভীর আহমেদ টিটু বলেন, হাজী আনিছুর রহমানের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তার অকাল মৃত্যু আমার কাছে এখনো বিস্ময়ের মতো। আমরা সিদ্ধিরগঞ্জ অঞ্চলের একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগীকে হারালাম। তিনি সিদ্ধিরগঞ্জের ছেলে-মেয়েদের ক্রীড়া উন্নয়নে আমার সাথে নিয়মিত যোগাযোগ করতেন। ক্রীড়া সংস্থার সাথেও ছিলো তার ভালো সম্পর্ক।

তানভীর আহমেদ টিটু মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ২টা ৩০ মিনিটে হাজী আনিছুর রহমান আনিছ তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

RSS
Follow by Email