১ প্লাটুন সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে: আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পহেলা বৈশাখে শহর জুড়ে আনসার ও ভিডিপি’র ১ প্লাটুন সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করণে সাংবাদিকদের সাথে প্রশাসনের মত বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা বলেন, র্যাব, পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর ১ প্লাটুন সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। পহেলা বৈশাখের উৎসবে নারায়ণগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনে বাংলাদেশ আনসার সার্বক্ষণিক মাঠে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।