আনন্দধারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক ৮ আগস্ট
লাইভ নারায়ণগঞ্জ: সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ আগস্ট (শুক্রবার)। অনুষ্ঠানটি আয়োজন করা আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম সাহা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে বিকেল সাড়ে ৫টায় থাকবে আলোচনা, সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও পুরস্কার বিতরণ।
আলোচনা পর্বে বক্তব্য রাখবেন অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ, কবি ও সাংবাদিক হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। আবৃত্তি পরিবেশন করবেন ভবানী শংকর রায় ও ফাহমিদা আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনন্দধারার সভাপতি, লেখক ও সংস্কৃতিজন রফিউর রাব্বি।
এদিন সকাল ১০টায় চারটি বিভাগে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।