শনিবার, জুলাই ১২, ২০২৫
Led05সদরসাহিত্য

আনন্দধারার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংগীত প্রতিযোগিতা ও অভিষেক অনুষ্ঠান ৮ আগস্ট

লাইভ নারায়ণগঞ্জ: সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা তাদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। আগামী ৮ আগস্ট নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐদিন সকালে একটি সংগীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

সংগীত প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী ঘোষণা করেছে আনন্দধারা। প্রতিযোগিতাটি চারটি বিভাগে বিভক্ত, ‘ক’ বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত (দেশাত্মবোধক গান), ‘খ’ বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত (রবীন্দ্র সংগীত), ‘গ’ বিভাগ: অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত (নজরুলগীতি), ‘ঘ’ বিভাগ: কলেজ-বিশ্ববিদ্যালয় ও সর্বসাধারণের জন্য (লালনগীতি, হাছন রাজার গান অথবা শাহ্ আবদুল করিমের গান)।

প্রতিযোগিতা ৮ আগস্ট সকাল দশটায় শুরু হবে। প্রতিযোগীদের সকাল নয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে একশ টাকা নিবন্ধন ফিসহ নাম জমা দিতে হবে। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে পাঁচটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন: ০১৭-১১৬-১৮২৫৪ অথবা ০১৮-১৯১-৪২৯৩০।

RSS
Follow by Email