আদালত প্রাঙ্গণে ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও আদালতের আইনজীবীরা। রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং একসঙ্গে স্লোগান দেন, “বিচার চাই, বিচার চাই, বিচার চাই এখনই!”
নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের স্বামী-সন্তানদের আর ফিরে পাবো না। অন্তত ন্যায়বিচার যেন দ্রুত হয়, এটাই আমাদের চাওয়া।
সাত খুন মামলার আইনজীবী ও মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। গডফাদারদের ছত্রছায়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। আজও বিচার ঝুলে আছে, কারণ আসামিরা প্রভাবশালী। আমরা দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে অপহরণের শিকার হন নজরুল ইসলাম, চন্দন সরকারসহ সাতজন। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়। জেলা জজ আদালত ও হাইকোর্ট দণ্ডাদেশ দিলেও আপিল বিভাগে মামলার নিষ্পত্তি হয়নি। ১১ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা।
মানববন্ধন থেকে দ্রুত রায় কার্যকর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।