আদালত প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর আইনজীবী শাখার সম্মেলন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আইনজীবী শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন হয়। মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর কোর্ট প্রাঙ্গণে ওই অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আক্তার হোসাইন, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।