রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
আদালতরাজনীতি

আদালত পাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম‘র বিক্ষোভ সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গণতন্ত্র পুনঃরুদ্ধার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতির ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

এসময়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ ও আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।

RSS
Follow by Email