বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02আড়াইহাজারআদালতজেলাজুড়ে

আদালতে বিএনপি নেতা আজাদের হাজিরা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

রবিবার (৩০ জুন) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ।

আজাদের পক্ষে আইনজীবীরা হলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ-সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

এ বিষয়ে এড. আবু আল ইউসুফ খান টিপু লাইভ নারায়ণগঞ্জকে বলেন, হাইকোর্ট থেকে নজরুল ইসলাম আজাদের একটি মামলার আদেশ এসেছে। তার জামিন নেওয়া, শুনানির কথা ছিল। সেই সুবাদে আজকে মামলার হাজিরা দিয়েছেন আজাদ।

RSS
Follow by Email