রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
শিক্ষা

আদর্শ স্কুলের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আদর্শ স্কুল মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী মারজান আল বান্নার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক শিক্ষক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু শিক্ষা অর্জন করলেই হবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং ইসলামিক সংস্কৃতিতেও অবদান রাখতে হবে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “এজন্যই আমাদের প্রত্যেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসূলের আর্দশ অনুসরণ করতে হবে।”

অনুষ্ঠানে অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাসুদ করিম মোল্লা, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার আবুল খায়ের ও রবিউল আলম খান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মো. তোফাজ্জল হোসাইন, হাফেজ কামরুল হোসাইন ও মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নীতি-নৈতিকতা ও আর্দশিক জীবন গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে মেধা তালিকায় স্থান অর্জনকারী ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

RSS
Follow by Email