আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি গ্রহণ করলো জেলা প্রশাসক
লাইভ নারায়ণগঞ্জ: বেতন বৈষম্য দূরীকরণ, এমপিওভুক্তিকরণ, বাড়ি ভাড়া ও বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গণে এক র্যালি, বক্তব্য ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখা।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বলেন, “আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকব।” তবে তিনি জেলা প্রশাসকের চলমান ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
স্মারকলিপি প্রদান শেষে বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া। ১০০% উৎসব বোনাস। ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান। এবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তকরণ। শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ।
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।” তারা সরকারের কাছে সকল শিক্ষকদের ‘নাভিশ্বাস জীবন’ থেকে পরিত্রাণের জন্য যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
অন্যথায়, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আশরাফুল ইসলাম।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আব্দুল করিম খান এর সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. নুরুল ইসলাম’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন ও ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল ওহাব, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি (মহানগর) মাওলানা শহিদুল ইসলাম ও (জেলা) মাওলানা মো. আব্দুল মজিদ, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, এবং কারিগরি শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম প্রমুখ।