আদমজী ইপিজেডে ঝুটের গোডাউনে আগুন, ১ ঘণ্টার নিয়ন্ত্রণে
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একটি ফ্যাক্টরির ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আদমজী ইপিজেডের ভেতরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া।
জানা গেছে, ইপিজেডের ‘ইউ এইচ এম লিমিটেড’ (উর্মী গ্রুপ) নামক গার্মেন্টসের ঝুটের গোডাউনের পেছনের অংশে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, আগুনের খবর শুনে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না।