বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led04সদর

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্স চালু

লাইভ নারায়ণগঞ্জ: যুব নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সফল নারী উদ্যোক্তা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য লুবনা রহমান। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেকাপ আর্টিস্ট উম্মে রোমান ডেইজী ও তানিয়া আক্তার।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা মানব কল্যাণ পরিষদকে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন, যা তরুণ সমাজের আস্থা অর্জন করেছে। তারা বলেন, এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং ‘২৪ জুলাই এর চেতনায় দেশ ও জাতি গঠনে সামাজিক কাজে সোচ্চার থাকবে’।

বক্তারা আরও বলেন, মানবিক ও সেবামূলক কাজ করতে গেলে কিছু বাধা-বিপত্তি আসবেই, কিন্তু তাতে থেমে থাকা যাবে না। সমাজে অপপ্রচার নামক ব্যাধিকে রুখে দিতে হবে এবং সততা ও আদর্শের সাথে সামনে এগিয়ে যেতে হবে।

বিনামূল্যের এই বিউটিফিকেশন কোর্সে নারী উদ্যোক্তা ইলমা মিতু, ইসমাইল হোসেন রাফিসহ বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিগত সময়ের বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। একইসঙ্গে, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা স্বরূপ কলম উপহার দেয় সংগঠনের পক্ষ থেকে।

RSS
Follow by Email