আড়াইহাজার থানার নিরাপত্তায় পাহারা দিচ্ছে সেনাবাহিনী
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানায় ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পাহারা দিচ্ছে সেনাবাহিনী। শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর একটি টিমকে থানায় নিরাপত্তার দায়িত্বে দেখা যায়।
সোনারগাঁও, আড়াইহাজার ও রুপগঞ্জ এই তিন উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ৪৫ এম এল আর আর্টিলারি রেজিমেন্টের একটি সুত্র জানান, থানাকে কেউ যাতে ক্ষতি করতে না পারে এবং লুটতরাজ করতে না পারে সেই জন্য আমরা একটি টিম সেখানে দায়িত্বে আছি । আশা করি কোন দুষ্কৃতিকারী থানার আর ক্ষতি করতে পারবে না। ৫ আগস্ট আড়াইহাজার থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় দুবৃর্ত্তরা। প্রায় প্রতিদিনই হচ্ছে জিনিস পত্র লুট। যাতে লুট করতে না পারে সেই জন্য নিরাপত্তা দিচ্ছি। অপরদিকে গোপালদী তদন্ত কেন্দ্রে অস্থায়ী ভাবে শনিবার চালু হয়েছে থানা কার্যক্রম।