রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার বিকাল ৪ টায় বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন (২৫)।

শনিবার (৩০ নভেম্বর) আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দশ হাজার টাকার চুক্তিতে তারা মাদক ক্যারি করেছে। র‍্যাব-১১ এর টহল টিম ওই আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করে। মাদক আইনে তাদের মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email