রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে ১৫ ব্যাক্তি আটক, পুলিশের দাবি জুয়াড়ি

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ১৫জন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা জুয়াড়ি। রবিবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার হয়। এ সময় জুয়ায় ব্যবহৃত ওরনা, একশ ৫০ পিস তাস ও নগদ ১৫ হাজার ৫শ’ ৮০ টাকা জব্দ করে। এ ব্যপারে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলো উপজেলার প্রভাকরদী গ্রামের বাবুল মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাবুল মিয়া (৪৫), বেনু মিয়া (৫০), কাওসার মিয়া (২৬), মোঃ সোমন (৩১), মানিক মিয়া (৩৩) , শামীম মিয়া (৩৫), সাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৫৪), রেদোয়ান হক (২৫), শামীম মিয়া (২৮), সোহবার মিয়া, রামচন্দ্রদী গ্রামের সুজন মিয়া ও সত্যভান্দি গ্রামের হারছুল হক।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রোববার বিকেলে নারায়ণগঞ্জে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email