রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে ১৩ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ১৩ জন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই সাইকেলগুলো বিতরণ করেন করা হয়।

পরে, আড়াইহাজার উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সব বিভাগীয় কর্মকর্তা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় প্রধানরা।

RSS
Follow by Email