রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে সড়ক যানজটমুক্ত করতে অভিযান, ২৫ দোকানিকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়কে যানজট নিরসন ও ফুটপাথে চলাচল সহজ করতে অবিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে আড়াইহাজার বাজারে অভিযান পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।

আড়াইহাজার বাজার এলাকার শহীদ মিনার থেকে শুরু করে পায়রা চত্বর পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। এসময় ফুটপাথে মালামাল রাখায় ২৫ জন দোকানিকে ৫শ থেকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযানের কথা ছড়িয়ে পড়লে অন্য দোকানিরা মালামাল দোকানের ভিতর রেখে তালা মেরে পালিয়ে যান। রাস্তার দুপাশ দিয়ে মানুষের হাঁটাচলার সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।

RSS
Follow by Email