বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

আড়াইহাজারে শোকের আয়োজন, সভা ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা খাগকান্দা ইউনিয়ন কৃষক লীগ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে খাগকান্দা কৃষক লীগের আহবায়ক মাহমুদ আব্বাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা, তিনি বলেন, আমার নেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে সারা বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তার উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হবে না। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মুক্তিযোদ্ধা দুলু সরকার, জেলা কৃষক লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামীলীগ নেতা আলো সরকার এ ছাড়াও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email