বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led04রাজনীতি

আড়াইহাজারে শীতার্তদের মাঝে সিপিবির শীতবস্ত্র বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২ টায় আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের নেতৃত্বে এসময় সদস্য লোকনাথ বর্মণ, এম এ শাহীন, আড়াইহাজার থানা কমিটির সদস্য দিন-দুনিয়া ও হারিছস উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, শীতকালে সমাজের পিছিয়ে পড়া গরীব অসহায় দারিদ্র মানুষ গুলো গরম কাপড়ের অভাবে শীতের প্রকোপে কাতর হয়ে পড়ে। দুর্বিষহ হয়ে উঠে তাঁদের দৈনন্দিন জীবন। শীতে বিপর্যস্ত মানুষের পাশে ধারানোর প্রধান দায়িত্ব সরকারের কিন্তু স্বাধীনতার পর থেকে এযাবৎকাল যারা দেশ পরিচালনা করছে তাঁরা কখনোই গরীম অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। কারণ ধনীক শ্রেণীর সরকার গুলো গরীব অসহায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কোন কাজ করে নাই। ধনীক শ্রেণীর রাজনৈতিক দল গুলোর বিপরীতে শ্রমিক মেহনতি মানুষের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি’র লাল পতাকা তলে সমবত হয়ে শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া গণমানুষের জনজীবনের সংকট থেকে মুক্তি হবে না। শ্রমিক মেহনতি সাধারণ মানুষের পার্টি ‘সিপিবি’ দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই সাধ্যানুযায়ী সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শীতার্ত অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য ‘সিপিবি’ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আরও হবে। তাঁরা আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেয়ার জন্য একটি শীতবস্ত্র দিতে পারার মধ্যে অনেক আনন্দও আছে। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনার আমার একটু সহযোগীতায় একজন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

RSS
Follow by Email