বুধবার, জুলাই ৯, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন।

আটককৃতরা হলেন চৈতনকান্দা গ্রামের মো. সামসুল আলম (৪৫) এবং গহরদী গ্রামের মাহফুজা আক্তার (৩৩)।

যৌথ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে চৈতনকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. সামসুল আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

এরপর মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ পিস ইয়াবা, নগদ ১ হাজার টাকা, তিনটি বাটন ফোন, চারটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতদের এবং জব্দকৃত আলামত আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

RSS
Follow by Email