বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে যুবক আটক, হেরোইন উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজরে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদেরে দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। রবিবার (১৩ আগস্ট) সকালে ভুলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কে কালিবাড়ি মমতাজ প্লাজা এলাকা থেকে তাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম আলমগীর হোসেন (৩৬)। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য ১ লাখ টাকা।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এস আই নাহিদ মাসুম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিক্রেতা আলমগীরকে ওই দিন বিকেলে নারায়ণগঞ্জে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email