বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

লাইফ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের মাদ্রাসা ছাত্র মাহবুব হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এক অভিযান দণ্ডপ্রাপ্ত আসামী সৈকত (২৩) কে গ্রেফতার করা হয়।

আসামি সৈকত হলো আড়াই হাজারের সেন্দীপাড়া এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ৩১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস এম এরশাদুল আলম এই মামলার আসামী সৈকত, কাউছার ও শামীমকে মাদ্রাসার ছাত্র মাহাবুব হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামীদের মধ্যে মোঃ কাউছার জেল হাজতে আটক থাকলেও অপর দুইজন আসামী মোঃ সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় এক অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পলাতক আসামী সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি, ১৭ মে দিবাগত রাত ১২টার দিকে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় মাহবুবের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন। একই দিন ভিকটিম মাহাবুব কয়েকজন ‘খারাপ’ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। পরে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাতে ১২টার দিকে তার ভাইকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে পাওয়া যায়। আদালতে আসামিরা স্বীকার করে যে, তাস খেলা নিয়ে সেদিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email