আড়াইহাজারে মহিলা দলের সভাপতি জলি, সাধারণ সম্পাদক সুলতানা
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারায়ণগঞ্জ জেলা শাখার অধীনে আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে এই কমিটির অনুমোদন দেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।
নবগঠিত কমিটিতে আড়াইহাজার উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে হোসনে আরা বেগম জলি এবং সাধারণ সম্পাদক হিসেবে সুলতানা বেগমকে নির্বাচিত করা হয়েছে। আড়াইহাজার পৌরসভার সভাপতি হয়েছেন লুৎফা নাহার রানু এবং সাধারণ সম্পাদক নাজমা বেগম। এছাড়া, গোপালদী পৌরসভা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক হালিমা বেগম।
কমিটি অনুমোদনকালে প্রধান অতিথির বক্তব্যে রহিমা শরীফ মায়া বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছেন। এরপর থেকে মূল দলের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে এই মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ১৭ বছর ধরে মহিলা দল ঢাল হিসেবে দাঁড়িয়েছে, যেখানে অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। তিনি নিজের কারাবরণের কথা উল্লেখ করে বলেন, “বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, তখন প্রতিবাদ করতে গিয়ে আমি দেড় মাস কারাভোগ করেছি।”
মায়া আরও বলেন, “স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করার সময় শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সঙ্গে আপস করেছিলেন, কিন্তু পরে এরশাদের সঙ্গে আঁতাত করে বেইমানি করেছেন।” তিনি বেগম খালেদা জিয়াকে ‘আপোষহীন নেত্রী’ এবং মহিলা দলকে সেই আপোষহীন নেত্রীর দল হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, বিএনপি মানেই গণতান্ত্রিক দল এবং এদেশের উন্নয়নে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আড়াইহাজারের এই তিন ইউনিটকে একটি মডেল ও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালি রানি দাস, সোনারগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম এবং কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।