আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদণ্ড
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ মার্চ) বিকালে আড়াইহাজার সদর বাজারে এই দন্ড প্রদান করা হয়।বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, ভোক্তাঅধিকার আইনে ১০টি দোকানের মালিককে জরিমানা আদায় করা হয়েছে।
এরা হলো, সোয়াবিন তেলের বেশি দামে বিক্রি করায় হাতে—নাতে পেয়ে দীপক স্টোরের মালিক প্রবীরকে ৫০ হাজার টাকা, মাওলানা ফার্নিচারকে ২ হাজার টাকা, আরাফাত বেবি স্টোরকে ২ হাজার টাকা, সোহেল তাজ ঘরকে ২ হাজার টাকা, রুপ মিয়া কনফেকশনারিকে ৪ হাজার টাকা, গনি স্টোরকে (পেঁয়াজের দোকান) ৩ হাজার টাকা, ইকবালের চালের দোকানকে ২ হাজার টাকা, নুরুল হকের ইফতারের দোকানকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ১০ হাজার টাকা ও শফিকুল ইসলামের মুদি দোকানকে ১০ হাজার টাকা।
এছাড়াও রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা পুলিশ। অভিযানের সময় আরও অর্ধশতাধিক দোকানের মালিককে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, ‘পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন মোবাইল কোর্ট অব্যহত থাকবে।