বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারে ভাইয়ের মারধরে বোনের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের মারধরে বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সকাল ৯টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাঠের একটি পিঁড়িকে কেন্দ্র করে নাসিমা আক্তারের সঙ্গে তার জা নার্গিসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিমার ভাই রবীউল্লাহ ভাবী নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতারি ভাবে পিটিয়ে নাসিমাসহ চারজনকে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে নাসিমা মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিলো। যেহেতু এখন ভিকটিম মারা গেছে, তাই সেটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

RSS
Follow by Email