বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led01আড়াইহাজার

আড়াইহাজারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৪ শ্রমিকের অবস্থা আশঙ্কামুক্ত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় দগ্ধদের উদ্ধার করে রাজধনীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন, শ্রমিক কামরুল হাওলাদার (৩০),তার শরীরের ৩.৫০ শতাশ, আতিক (২৫) তার শরীরের ৫ শতাংশ, সোহাগ ( ৩২) এর শরীরের ১.৫০ শতাংশ, মো. আফ্রিদী ( ২৪) এর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। তারা সকলেই আশংকামুক্ত বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন। তাদের অবস্থা এখন আশংকামুক্ত। তারা সবাই আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মিথিলা টেক্সটাইলের শ্রমিক।
RSS
Follow by Email