সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৪০ হাজার চারা

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন দিনের প্রবল বৃষ্টিতে আড়াইহাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মাঝেরচর গ্রামের সাংবাদিক মো: জাহিদুল ইসলামের ৪০ হাজার বিভিন্ন সবজির চারার বেড পানিতে তলিয়ে গেছে।

সাংবাদিক জাহিদুল জানান কয়েক দিনের অতিবৃষ্টির কারণে আমার সবজি চারার বেড তলিয়ে যাওয়ায় এক লক্ষ টাকার ক্রয় ক্ষতি হয়েছে। তিনি আরো জানান অল্প বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধ হয়ে যায়। প্রায় দুইশত বাড়ি ঘরের পানি আমার সবজি বেডের জমি সহ আশেপাশের জমিতে জলাবদ্ধ হয়ে যায়। এ পানি নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের এলাকায় সবাই সবজি চাষ করে জীবনযাপন করে করে থাকে।

এ পানি নিষ্কাশনের জন্য মেইন রোডের নিচ দিয়ে মোটা পাইপ স্থাপনের জন্য পৌরসভা মেয়রের কাছে দাবী জানান এলাকাবাসী।

এ বিষয়ে আড়াই হাজার পৌরসভার মেয়র মোঃ সুন্দর আলী জানান, এলাকার পানি নিষ্কাশনের জন্য পূর্বে একটি পাইপ স্থাপন করা হয়েছে তবে দ্রুত যাতে পানি নিষ্কাশন জন্য অচিরেই ব্যবস্থা করে দেব।

RSS
Follow by Email