সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led05আড়াইহাজার

আড়াইহাজারে বৃদ্ধাকে হত্যা চেষ্টা মামলায় শাহজালাল গ্রেপ্তার

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৬৫ বছর বয়সী এক নারীকে হত্যা চেষ্টার মামলায় শাহজালাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল রাধানগর গ্রামের তাজির ছেলে।

থানার মামলার সূত্রে জানা যায়, ১৩ই জুলাই সকাল ১১ টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মুনসুর আলীর স্ত্রী সমমেহেরকে পুর্ব শত্রুতার জেরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে একই গ্রামের শাহজালাল, শাহ আলম সহ আরো কয়েকজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এই ঘটনায় সমমেহেরের মেয়ে রোজিনা বাদী হয়ে ১৮ই জুলাই ৮ জনকে নামীয় আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সকল আসামীরা পলাতক ছিল। বুধবার বিকেলে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এস আই মজিবুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে রাধানগর বাজার থেকে ওই মামলার প্রধান আসামী শাহজালালকে গ্রেপ্তার করে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম তার গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

RSS
Follow by Email