শনিবার, নভেম্বর ৮, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে বিদেশি পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় এই অভিযান চালানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছায় এবং সন্দেহজনক অবস্থায় ফরহাদ হোসেন ইফতিকে আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ‘মেইড ইন ইউএসএ’ লেখা একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

থানার ওসি খন্দকার নাসির উদ্দিন দৈনিক জানান, বিদেশি পিস্তলসহ ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RSS
Follow by Email