বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Led04রাজনীতি

আড়াইহাজারে বিএনপি নেতা রোকন উদ্দিন মোল্লার স্বরণে দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মীনির স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগবাড়ী কমপ্লেক্সে রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় রোকন উদ্দিন মোল্লার মেঝ ছেলে এ.এন. এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এ এন মাঈন উদ্দিন মোল্লা, এ.এন. এমডি কুতুব উদ্দিন মোল্লা, এ.এন. এমডি খবিরউদ্দিন মোল্লা, এ.এন. এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মনীর পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে উপস্থিত মেহমানরা। এই অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানীর আয়োজন করা হয়।

প্রসঙ্গত, প্রয়াত আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা একজন দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধমীর্য় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। তিনি ২৪ জুলাই ২০১৪ সালে মৃত্যুবরণ করেন।

RSS
Follow by Email