রবিবার, জুলাই ৬, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে বাবাকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছেলে আটক

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার বিশ্বনন্দী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহবুল হক (৫৬)। ঘটনার পর পরই তার মেজো ছেলে মো. ইয়াসিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, শুক্রবার মাহবুল হকের কাছে তার ছেলে ইয়াসিন মোবাইল ফোন কেনার জন্য টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে একটি হাতুড়ি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাহবুল হককে আড়াইহাজার স্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় নিহত মাহবুল হকের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম বাদী হয়ে নিজ পুত্র মোঃ ইয়াসিনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩০) দায়ের করেন।

তবে, ঘটনার দিন অর্থাৎ শুক্রবারই আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইফ উদ্দিন ‘লাইভ নারায়ণগঞ্জ’কে জানান, অভিযুক্ত ছেলে ‘মানসিক ভারসাম্যহীন’। তিনি উল্লেখ করেন, ইয়াসিনকে দীর্ঘদিন ধরে বেঁধে রাখা হয়েছিল এবং কোনোভাবে বাঁধন ছুটে যাওয়ায় সে তার বাবাকে আঘাত করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে পুলিশ। অতঃপর ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধায়নে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আতিক এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫ জুলাই শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের মংগলখালী এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মো. ইয়াসিন নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

RSS
Follow by Email