রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে মো. ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে এবং সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা জহিরুল ইসলাম জানান, ওয়াসিম বিকেলে গরুকে ঘাস দিয়ে গোয়ালঘর থেকে বের হচ্ছিল। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দ্রুত তাকে চিকিৎসার জন্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত ওয়াসিমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

RSS
Follow by Email