সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গাঁজা বহনের সময় সুজন মিয়া (৫১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় মানিকপুর স্ট্যান্ডের বিশনন্দী ফেরিঘাটগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজন মিয়া হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বহেরারচালা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মানিকপুর স্ট্যান্ডের বিশনন্দী ফেরিঘাটগামী পাকা রাস্তার ওপর ওই ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। সেখানে পুলিশের অবস্থান টের পেলে সুজন পালানোর চেষ্টা করে। এসময় ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email