শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে পুলিশের গাড়ি ভাঙচুরে ১জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় গত ২৯ অক্টোবর গ্রাম্য বিরোধের জের ধরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সোনারগাঁওয়ের বারদী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বুধবার রাতে আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে গ্রাম্য আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বুধবার বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার, জলিলসহ কয়েকজন সিএনজিযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে।

এই ঘটনার পরপরই নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের নির্দেশ অমান্য করে তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষ ও হামলায় পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও গুরুতরভাবে আঘাত পান। এছাড়া, ওসি (তদন্ত)-এর ব্যবহৃত সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়িটিও ভাঙচুর করা হয়। এই ঘটনায় পরবর্তীতে পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার প্রেক্ষিতে, র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান দলটি আজ ১৫ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন বারদী বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি কামালকে (৪৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কামাল আড়াইহাজারের উচিৎপুরা গ্রামের বাসিন্দা এবং মামলার এজাহারে তার নাম ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email