শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজারে পারভিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মহিলাদলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন। রবিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাঘানগর এলাকায় মদনপুর থেকে নরসিংদী মহাসড়কে মিছিলটি হয়।

এ সময় অবৈধ তফসিল বাতিল ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাবী জানান নেতাকর্মীরা। মিছিলে বিএনপি নেত্রী পারভীন আক্তার বলেন, আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন-নিপীড়ন জেল-জুলুম, হামলা-মামলা যতই সাজা দেয়া হোক না কেন, তাতে আন্দোলন আরো বেগবান হবে। একদফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা বধ্যপরিকর। আমাদের চলমান আন্দোলনে দেশের জনগণের শতভাগ সমর্থন রয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতা কর্মী।

RSS
Follow by Email