আড়াইহাজারে নোংরা পরিবেশে ভেজাল খাবার, ভ্রাম্যমান আদালতের জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ:নোংরা পরিবেশে ভেজাল আচার, টমেটো সস, জেলি, মিক্স ফুড জ্যাম নামে গোল্ডেন ফুড প্রসেস নামে অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বাধীন ওই অভিযান পরিচাল করেছেন।
অভিযানে অবৈধ ওই কারখানাটি বন্ধ করে দেয় ও কারখানার মালিক মাহবুবুর রহমান অপুকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ তিন বছর ধরে বিএসটিআই এর অনুমতি ছাড়া গোল্ডেন ফুড প্রসেস এর পদ্মা নামে ভেজাল আচার, টমেটো সস, জেলি, মিক্স ফুড জ্যাম , ভেনেগার নোংরা পরিবেশে বিভিন্ন ভেজাল রং ও কেমিকেল মিছিয়ে তৈরি করে আসছে। স্থানীয়দের দেয়া তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এসময় অবৈধ এ কারখানাটি বন্ধ করে ভেজাল পন্যগুলো স্থানীয়দের সামনে ধ্বংস করা হয়। কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নেয়া হয়।