রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে নারী আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত নারী ‘মাদক ব্যবসায়ী’। শনিবার রাতে উপজেলার মুন্সিরপুর ধন্দীরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম রুবিনা ওরফে রুনা বেগম (৩৫)। তিনি আড়াইহাজার উপজেলার মুন্সিরপুর থানাহাট এলাকার শামসুল হকের মেয়ে। পুলিশ দীর্ঘদিন ধরেই তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ মুন্সিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রুবিনা বেগমকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।

RSS
Follow by Email