শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আড়াইহাজারের বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা নয়াপাড়া এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁদের বাড়ি যশোর জেলায় বলে জানা যায়। বর্তমানে তিনি কালাপাহাড়ীয়া ইউনিয়নের রাধানগর এলাকায় বসবাস করেন।

এলাকাবাসী জানান, নিহত ঠাকুর চাঁদ দীর্ঘদিন যাবত ওই এলাকায় গ্রামে গ্রামে ঘুরে গরুর চিকিৎসা করেন। বুধবার সকালে মানিকপুর-উচিত পুরা সড়ক দিয়ে যাওয়ার পথে চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় পৌঁছলে ইসমাইলের ছেলে সাহেব মিয়ার বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে ঠাকুর চাঁদ নিহত হন। বাড়ির মালিক সাহেব মিয়া জানান আমার বাড়ির পাশ দিয়ে মানিকপুর বাজার হইতে উচিতপুরা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চালাচ্ছে তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। গত ১০ দিন পূর্বে ওই প্রতিষ্ঠানের ভেকু দিয়ে আমার দেয়াল ঘেঁষে এক ফুট পর্যন্ত গভীর করে গর্ত করে মাটি তুলে নেয়। আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের বলেছি আমার দেয়াল ধসে পড়ে যেতে পারে আপনারা দ্রুত কাজ করে জায়গাটি ভরাট করে দেন। কিন্তু তারা আমার কোন কথার কর্ণপাত করেননি। তাদের অবহেলার কারণে বুধবার সকালে আমার দেয়ালটি ধসে পড়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ‘এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেম এর প্রক্রিয়া চলছে।’

RSS
Follow by Email