রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led04আড়াইহাজার

আড়াইহাজারে দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ৫০ জন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক কর্মীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ছয়জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে খালিয়ারচর এলাকা একরকম রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেনের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কবির হোসেন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের অনুসারীদের নিজের দলে যুক্ত করায় বিরোধ আরও বাড়ে। এর জেরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে শনিবার উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকার নিরীহ লোকজন আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করে।

আহতদের মধ্যে খায়ের উদ্দিন (৪২), আব্দুল মতিন (৫০), জোনায়েত মিয়া (২৫), কালু মিয়া (৩৭), খলিলুর রহমান (৪০), আল আমিন (২৫), পশিদ মিয়া, মনির হোসেন, মজিবুর রহমান, সালাউদ্দিন মিয়াসহ মোট ৫০ জন রয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ খায়ের উদ্দিন, আব্দুল মতিন, জোনায়েত মিয়া, কালু মিয়া, খলিলুর রহমান ও আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আড়াইহাজার, সোনাগাঁও, হোমনা ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা ও কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

RSS
Follow by Email