মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে তরকারি কাটার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নাতির স্ত্রীকে ফাঁকা বাড়িতে তরকারি কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার হাইজাদী ইউনিয়নের আফরদী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ধর্ষিতার স্বামী বাদী হয়ে শুক্রবার বিকেলে আড়াইহাজার থানায় ধর্ষক হযরত আলীকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত হযরত আলী আফরদী গ্ৰামের মৃত আনসার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক পৌনে ৮টায় ভুক্তভোগি প্রতিবেশী দাদা হযরত আলীর বাড়ির উঠোনে লাকড়ি শুকাতে যায়। তখন হযরত আলী ওই নারীকে তরকারি কেটে দেওয়ার কথা বলে তার নিজের পাকা বিল্ডিং এর ভিতরে নিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন। পরে তার রুমে নিয়ে গিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষন শেষে হযরত আলী ধর্ষিতাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে উক্ত বিষয়ে ভবিষ্যতে কাউকে জানাইলে বা বলিলে তাকে হত্যা করিবে বলে হুমকি দেন। ধর্ষিতা বাড়িতে এসে এই ঘটনা তার স্বামী এবং শাশুড়িকে খুলে বলে। ‌

শুক্রবার বিকেলে ধর্ষিতার স্বামী রাজন বাদী হয়ে হযরত আলী কে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ডিউটি অফিসার ইমরান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

RSS
Follow by Email