আড়াইহাজারে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই এলাকার দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায়।
নিহত শিশুরা হলো ওই এলাকার আবুল হোসেনের সাত বছর বয়সী ছেলে আনিস এবং একই এলাকার জাহাঙ্গীরের পাঁচ বছর বয়সী ছেলে জাহেদ। আনিস স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল, আর জাহেদ পড়ত একটি কেজি স্কুলের কেজি ওয়ানে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আনিস ও জাহেদ দুজনই বাড়ি থেকে সামান্য দূরে একটি ডোবার পাশে খেলছিল। এক পর্যায়ে তারা ডোবার পানিতে গোসল করতে নামে। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওই ডোবা থেকে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণা শোনার পর নিহত শিশুদের পরিবারে এবং পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
একই বাড়ির দুই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।