সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
আড়াইহাজাররাজনীতি

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভা ও বেসরকারি সংস্থা এইড বাংলাদেশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলা সদরে এই র‌্যালীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী।

আরো উপস্থিত ছিলেন এইড বাংলাদেশের চেয়ারম্যান, মো: আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, হাতেম আলী, সাইদুল ইসলাম সোহেল, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি পৌর মেয়র সুন্দর আলী বলেন, ডেঙ্গু ভয়াবহ আকারে ধারন করেছে। আমরা পৌর বাসীকে ডেঙ্গু থেকে বাচাঁতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।তার অংশ হিসেবে সচেতনতামূলক র‌্যালী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

RSS
Follow by Email