সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে ট্রাকচাপায় ৪ জন নিহত: নরসিংদীতে পলাতক চালককে ধরল র‍্যাব

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বেপরোয়া ট্রাকের চাপায় চারজন নিহতের ঘটনায় জড়িত ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে আবুল বাশার তার সিএনজি নিয়ে যাত্রীসহ বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে আড়াইহাজারের রামচন্দ্রদী ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী পান্নু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। আহত সিএনজিচালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক কাশেম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত সিএনজিচালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্তের মাধ্যমে ঘাতক ট্রাকচালকের পরিচয় শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। কাশেম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মৃত আব্দুল খালেকের ছেলে। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email