বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে জাপা প্রার্থী লোটনের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক আওয়ামী লীগের সাংসদ ছাদত আলী সিকদারের ছেলে সাবেক জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর শিকদার লোটন গণসংযোগ শুরু করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে উপজেলার দশটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন।

সাবেকেএই ছাত্রনেতা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দারিদ্র মোচন, শিক্ষার প্রসার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ভোট চেয়ে এরই মধ্যে ভোটারদের নজর কেড়েছেন।

তিনি বলেন, আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আড়াইহাজার বাসীর উন্নয়নে নিজেকে জনগণের মধ্যে উৎসর্গ করে দেব। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হান্নান বলেন, আমরা লোটন ভাইয়ের ভোট চাইতে গিয়ে জনগণের কাছে যে সাড়া পাচ্ছি আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

RSS
Follow by Email