মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
Led03Led05আড়াইহাজার

আড়াইহাজারে গণপিটুনিতে এক তালিকাভুক্ত ডাকাত নিহত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে গণপিটুনিতে এক তালিকাভুক্ত ডাকাত নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আয়নাল (৪২)। তিনি একই গ্রামের মো. মাহি মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আয়নাল একজন কুখ্যাত পেশাদার ডাকাত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনার পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আয়নাল তার দলবল নিয়ে বায়তুল আতিক জামে মসজিদের পাশে কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রীদের মালামাল ডাকাতি করার চেষ্টা করে। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আয়নালকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সহযোগীরা জনতার রোষানল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আয়নালের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন এই ঘটনা সম্পর্কে বলেন, “নিহত আয়নাল একজন পেশাদার ডাকাত। সে তার নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাত। সোমবার রাতে ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।” তিনি আরও জানান, আয়নালের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অন্তত ছয় থেকে সাতটি মামলা রয়েছে এবং অন্যান্য থানায় তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email