আড়াইহাজারে কাঠের সাথে বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ:আড়াইহাজারে একটি ডোবার পানিতে কাঠের সাথে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ধারের একটি ডোবায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তারা পানিতে একটি লাশ ভাসতে দেখেন। লাশটি একটি কাঠের টুকরার সঙ্গে বাঁধা ছিল এবং শরীরের অর্ধেক অংশ পানির উপরে ভাসছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “লাশটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের। এটি একটি কাঠের সঙ্গে শক্তভাবে বাঁধা ছিল, যা দেখে মনে হচ্ছে লাশটি যাতে ডুবে যায় সেজন্য চেষ্টা করা হয়েছিল। তবে দূর থেকে চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।”
পুলিশের তত্ত্বাবধানে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আশেপাশের থানাগুলোতে লাপাত্তা ব্যক্তিদের তালিকার খোঁজ নিচ্ছে এবং লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে।