রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে এক ব্যাক্তি আটক, পুলিশের দাবি ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক ব্যাক্তিকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাদের দাবি আটককৃত ব্যাক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। বুধবার (৯ আগস্ট) রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত ব্যাক্তির নাম মিশু শিকদার (৪৫)। সে রামচন্দ্রদী গ্রামের আরাফাত আলী শিকদার এর ছেলে । তার মায়ের নাম জায়েদা শিকদার ।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) ফজলুল হক খান বলেন, মিশু সিকদার প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে একাধিক সোর্স এর মাধ্যমে নিশ্চিত করে পুলিশের একাধিক টিম মিশু সিকদারের বাড়ী ঘেরাও করে ফেলে। এই সময় তার বাড়ী তল্লাশী করে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাকে গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্থির ফিরে এসেছে। অভিযোগ রয়েছে, রামচন্দ্রদী গ্রামের ৩০টির মতো মাদক ব্যবসায়ী রয়েছে। এই গ্রামে প্রতিনিয়ত অভিযান করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

RSS
Follow by Email