বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারে অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে সাবেক ইউপি সদস্য মনির হোসেনের মালিকানাধীন ইটভাটাটি বন্ধ করা হয়। সেই সাথে ইটভাটার মালিক মনির হোসেনকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শামসুজ্জাহান কনক জানান, পরিবেশের অনুমোদন ও লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় কদমীরচরের ইটভাটা মালিক মো: মনিরকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এ ১লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখবে এই মর্মে মুচলেকা নেয়া হয়।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে মনির হোসেন প্রকাশের নির্দেশ অমান্য করে ইট প্রস্তুত করে আসছিল। সেই খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

RSS
Follow by Email