রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03আড়াইহাজার

আড়াইহাজারে অটো চালকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় এক খাল থেকে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নয়ানাবাদ ভাঙ্গা ব্রীজ এলাকা থেকে নিহত বাপ্পির লাশ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি উপজেলার উলুকান্দি পূর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার বাবা বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে। পরে ওই দিন সন্ধ্যার দিকে নয়ানাবাদ সাকিনের ভাঙ্গা ব্রীজ সংলগ্ন খালের মধ্যে পানিতে ভাস্যমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পীর লাশ দেখ স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পীর বাবা-মা, আত্মীয়-স্বজন থানায় এসে লাশ সনাক্ত করে। নিহত বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটো রিকশাটি দুবৃত্তারা নিয়ে যায়।

RSS
Follow by Email