মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারের ওসিকে এমদাদকে ‘বদলী’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন তৈয়বকে বদলী করা হয়েছে।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু।

এমদাদ হোসেন তৈয়বের বদলীর খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই দাবি করছেন, তাকে ক্লোজ বা প্রত্যাহার করা হয়েছে।

তবে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু লাইভ নারায়ণগঞ্জকে জানান, ক্লোজ নয় নিয়মিত বদলির অংশ হিসেবে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে।

এর আগে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলী করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এমদাদ হোসেন তৈয়বকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

RSS
Follow by Email